স্বাস্থ্যসেবা নিতে বছরে ২ হাজার ইউরো লাগবে ইতালিতে বসবাসকারী বিদেশিদের

স্বাস্থ্যসেবা নিতে বছরে ২ হাজার ইউরো লাগবে ইতালিতে বসবাসকারী বিদেশিদের

স্বাস্থ্যসেবা
রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এখন থেকে ইতালিতে বসবাসরত প্রত্যেক বিদেশিকে বছরে দুই হাজার ইউরো ফি দিতে হবে - ফাইল ছবি

রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এখন থেকে ইতালিতে বসবাসরত প্রত্যেক বিদেশিকে বছরে দুই হাজার ইউরো ফি দিতে হবে। স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে ইউরোপের দেশটি। সূত্র : রয়টার্স/ইনফোমাইগ্রেন্টস

আগামী ২০২৪ সালের জাতীয় বাজেটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইতালির মন্ত্রিসভা। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই ফি শুধু ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা বিদেশিদের জন্য প্রযোজ্য হবে।

তবে দেশটিতে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী, রেসিডেন্স পারমিটধারী এবং আউ পেয়ারদের জন্য অনির্দিষ্ট ছাড় থাকবে বলে ইতালির অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এই সংস্কারটি বর্তমান ব্যবস্থাকে কতটা পরিবর্তন করবে তা এখনো স্পষ্ট করা হয়নি। কারণ বিদ্যমান ব্যবস্থার মধ্যেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির বিদেশিদের ফি দিতে হয়।

সিজিল ট্রেড ইউনিয়নের জর্দানা পালোনে সংবাদমাধ্যম অ্যাডনক্রোনোসকে বলেন, আইনটি কিভাবে লেখা হয় তা দেখার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। কারণ এই কথা আজ বলা হয়েছে। কিন্তু চলমান ব্যবস্থা ও প্রবিধানগুলো বিবেচনায় নিলে এটির কোনো ভিত্তি নেই।’

ইতোপূর্বে ইতালিতে বসবাসরত বিদেশি কর্মী, চাকরিপ্রার্থী, আশ্রয়প্রার্থী ও অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্করা দেশটির নাগরিকদের মতো বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন। আর  কূটনীতিক ও শিক্ষার্থী নির্ধারিত ফি দিয়ে ইতালির স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারতেন। স্বাস্থ্যসেবা নিতে শিক্ষার্থীদের বছরে খরচ লাগতো ১৫০ ইউরো। অন্যদের ক্ষেত্রে এটি অবশ্য তাদের আয়ের ওপর নির্ভর করে ধার্য করা হয়। সে ক্ষেত্রে বার্ষিক ফি দুই হাজার ৮০০ ইউরো পর্যন্ত হতো।