স্থুলতায় মারাত্মক রোগ হতে পারে

স্থুলতায় মারাত্মক রোগ হতে পারে

স্থুলতা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধি বা ‘আপডেট ম্যানেজমেন্ট অব ওবেসিটি’ শীর্ষক সিএমই অনুষ্ঠান - সংগৃহীত

স্থুলতার কারণে শরীরে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সারসহ মারাত্মক রোগ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বুধবার (৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধি বা ‘আপডেট ম্যানেজমেন্ট অব ওবেসিটি’ শীর্ষক সিএমই অনুষ্ঠানে তারা এ তথ্য জানান। 

সিএমইতে বিশেষজ্ঞরা জানান, মেদাধিক্য বা ওবেসিটি হলো শরীরের এক বিশেষ অবস্থা, এই অবস্থায় শরীরে অতিরিক্ত স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ জমা হয় এবং স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকারক প্রভাব পড়ে। এরফলে আয়ু কমে যাওয়াসহ একইসঙ্গে শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, শুয়ে থাকার সময় শ্বাসকষ্ট, ক্যান্সার, অস্টিওআর্থারাইটিসের মতো রোগও দেখা দিতে পারে।

তারা আরও বলেন, কম বয়সী নারী রোগীদের অনিয়মিত মাসিক ও শারীরিক কাঠামোর পরিবর্তন হতে পারে। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাদ্যগ্রহণ, কায়িক শ্রমের অভাব, বংশ পরম্পরায় জিনগত বৈশিষ্ট্য থেকে প্রাপ্ত গুণাবলী, কিছু ক্ষেত্রে জিনের চরিত্রের পরিবর্তন, হরমোন গ্রন্থির গণ্ডগোল, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানসিক অসুস্থতা ইত্যাদিকেই স্থূল বা মোটা হয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়।

তথ্য-উপাত্ত তুলে ধরে চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে দিন দিন দৈহিক স্থূলতা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোগীর সংখ্যা বাড়লেও তাদের সেবার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও অবকাঠামো তৈরি করা যায় নি। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধীনে ওবেসিটি ক্লিনিক এসকল রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। গত এক বছরে এই ক্লিনিকে বিভিন্ন বয়সের শত শত রোগীর মাঝে ৫০ জন জন ওবেসিটি রোগীকে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়। এই রোগীদের মাঝে মাত্র ২১ জন রোগী নিয়মিত ওবেসিটি ক্লিনিকের ফলোআপে থেকেছেন। এই ফলোআপে থাকা রোগীদের মাঝে জিএলপি-১ এগোনিস্ট ধরনের ওষুধ প্রয়োগ করা হয়। এই ওষুধের পাশাপাশি রোগীদের ডায়েট চার্ট ও শারীরিক পরিশ্রম করার জন্য বলা হয়। এরফলে তারা আশানুরূপ আরোগ্য লাভ করেছে।

সেমিনারের প্রধান অতিথি বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন রোগীদের সেবার মান ও যথাযথ সেবা প্রদানে আন্তরিক। বর্তমান প্রশাসন রোগীদের সেবার জন্য বিভিন্ন ধরনের গবেষণামূলক পদ্ধতি প্রয়োগ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে রোগীদের ক্যাটাগোরি করে বিভিন্ন ক্লিনিক চালু করেছে। এ ক্লিনিকগুলোতে আন্তর্জাতিক মানের সেবা দেয়া হচ্ছে। সময়ের প্রয়োজনে এন্ডোক্রাইনোলজি বিভাগের অধীনে ওবেসিটি ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকের সেবা পেয়ে অনেক রোগী আজ স্বাভাবিক জীবন যাপনে ফিরেছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গবেষণা ও গবেষণায় উদ্বুদ্ধকরণের গতি অনেক বৃদ্ধি পেয়েছে। এখানকার গবেষকরা দেশের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম।

সেমিনারে এন্ডোক্রাইনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক ডা. তানিয়া হক, ফেজ-বি রেসিডেন্ট ডা. রাকিব মিয়া ও ডা. নিলুফার ইয়াসমিন প্রবন্ধ উপস্থাপন করেন।

সিএমইটি সঞ্চালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মিতা দত্ত। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে হিসেবে মতামত প্রদান করেন নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজাশীষ চক্রবর্তী, এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন জাহান।




আরওঃ   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়