ময়মনসিংহ মেডিকেলে নিউরো ইন্টারভেনশন চালু

ময়মনসিংহ মেডিকেলে নিউরো ইন্টারভেনশন চালু

মমেক হাসপাতাল
সোসাইটি অফ নিউরোলজিস্টস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অফ স্ট্রোক এন্ড নিউরো ইন্টারভেনশন এর যৌথ উদ্যোগে রোববার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিএসএ এবং ক্যারোটিড স্টেন্টিং এর মাধ্যমে নিউরোলজি বিভাগ নিউরো ইন্টারভেনশন যাত্রা শুরু করেছে - সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোসাইটি অফ নিউরোলজিস্টস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অফ স্ট্রোক এন্ড নিউরো ইন্টারভেনশন এর যৌথ উদ্যোগে রোববার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ডিএসএ এবং ক্যারোটিড স্টেন্টিং এর মাধ্যমে নিউরোলজি বিভাগ নিউরো ইন্টারভেনশন যাত্রা শুরু করেছে।

অনুষ্ঠানে সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. আহসান হাবিব এবং বাংলাদেশ সোসাইটি অফ স্ট্রোক এন্ড নিউরো ইন্টারভেনশন এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী মহিবুর রহমান উপস্থিত ছিলেন।

MMCH-2

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের। অনুষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌস।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য। উল্লেখ্য, তার সুযোগ্য নেতৃত্বে ইতোমধ্যে নিউরোলজি বিভাগে ১৮ শয্যা বিশিষ্ট স্ট্রোক ইউনিট, ছয়টি বিশেষায়িত বহির্বিভাগ ক্লিনিক, থ্রম্বোলাইসিস, এনসিএস ইএমজি ইইজিসহ নানান আধুনিক সুবিধা যুক্ত হয়েছে।