ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন দিবস আজ

ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন দিবস আজ

হাইজিন
৫ মে, ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে - ফাইল ছবি

আজ ৫ মে, ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে, তথা বিশ্ব হস্ত পরিচ্ছন্নতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দিবসটি পালন করা হয়ে থাকে।

শুধু করোনা থেকে বাঁচতে নয়, আরও নানা অসুখ-বিসুখ থেকে নিজেদের রক্ষা করতে খাওয়া বা রান্না করার আগে অবশ্যই সাবান দিয়ে হাত পরিচ্ছন্ন করে নেয়া প্রয়োজন।

ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো অসুখ যে অপরিষ্কার হাত থেকে ছড়ায়, সে কথা এর আগে বারবার করে বলেছেন বিশেষজ্ঞরা।

কিন্তু তার পরেও বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশ হাত পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অনুভব করেন না।

এখনও পর্যন্ত ১৯ শতাংশ মানুষ শৌচালয় ব্যবহারের পর হাত পরিচ্ছন্ন করেন না।


আরও দেখুন: