কারিগরি প্রশিক্ষণে হিজড়াদের প্রতিভা বিকাশ সম্ভব

কারিগরি প্রশিক্ষণে হিজড়াদের প্রতিভা বিকাশ সম্ভব

ডক্টর টিভি - ছবি: ডক্টর টিভি

বাংলাদেশে এই প্রথম হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মানবাধিকার ও দেশপ্রেম বিষয়ক ফ্ল্যাশমব অনুষ্ঠিত হলো। সুস্থ জীবনের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স চত্বরে এই আয়োজনে ‘গ্যাক’ এর অর্থায়নে কারিগরি সহায়তা করে ‘উত্তরন ফাউন্ডেশন’। এই ফ্ল্যাশমবের মাধ্যমে হিজড়াদের প্রতি সচেতনতার আহবান জানানো হয়।

হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। আবহমান কাল থেকে তারা অবহেলিত ও অনগ্রসর। সব নাগরিক সুবিধা ভোগের অধিকার সমানভাবে প্রাপ্য হলেও, তারা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগতভাবে বৈষম্যের শিকার বলে প্রতীয়মান। বিশেষকরে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এইচআইভিতে আক্রান্তের প্রমাণ পাওয়া গেছে।

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে হিজড়াদের প্রতিভা বিকাশ করা সম্ভব।  এছাড়া স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন ব্যপক সচেতনতা। তাই উন্নয়নের মূলধারায় এদের সম্পৃক্ত করার জন্য সমাজ এবং পরিবারসহ সকলের সম্পৃক্ততা দরকার।