গোপালগঞ্জের একটি হাসপাতাল সিলগালা, আরেকটির প্যাথলজিতে নিষেধাজ্ঞা

গোপালগঞ্জের একটি হাসপাতাল সিলগালা, আরেকটির প্যাথলজিতে নিষেধাজ্ঞা

মোবাইল কোর্ট
মুকসুদপুরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত - সংগৃহীত

নানা অনিয়মের দায়ে গোপালগঞ্জের একটি হাসপাতাল সিলগালা এবং অপর একটির প্যাথলজি বিভাগ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) জেলার মুকসুদপুরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন ও উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট অমিত সাহা। 

অভিযানকালে তারা ভুয়া ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন তৈরি, ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচার ও আল্ট্রাসনোগ্রাম এবং লাইসেন্স হালনাগাদ না থাকায় মুকসুদপুরের হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করে দেন। 

এছাড়া সেখানকার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ না থাকায়, মেয়াদোত্তীর্ন রিএজেন্ট, প্যাথলজির পরিবেশ নোংরাএসকল অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও প্যাথলজি বিভাগ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। 



ইভেন্ট স্ট্রিম : স্বাস্থ্য সারা দেশ