ভুল চিকিৎসার অভিযোগ সংক্রান্ত এফডিএসআর এর ওয়েবিনার আজ

ভুল চিকিৎসার অভিযোগ সংক্রান্ত এফডিএসআর এর ওয়েবিনার আজ

ভুল চিকিৎসা
ভুল চিকিৎসার অভিযোগ সংক্রান্ত এফডিএসআর এর ওয়েবিনার আজ - ফাইল ছবি

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর) এর পক্ষ থেকে আজ রোববার (৩১ মার্চ) রাত দশটায় 'ভুল চিকিৎসার অভিযোগ, চিকিৎসক হয়রানি এবং আমাদের করণীয়' শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।ওয়েবিনারে অংশ নিতে সবাইকে অনুরোধ জানিয়েছে এফডিএসআর। Join Zoom Meeting https://us02web.zoom.us/j/7282455124..

আলোচনায় অংশ নেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ওজিএসবির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা,. রওশন আরা বেগম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুদুল আলম, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান ও চিফ ল্যাপেোস্কপিক সার্জন অধ্যাপক ডা. সরদার এ নাঈম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, এফডিএসআর এর মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন। ওয়েবিনারে সভাপতিত্ব করবেন এফডিএসআর এর চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন। সঞ্চালনা করবেন এফডিএসআর এর উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার।