বাংলাদেশ হরমোন দিবস উপলক্ষে এসিইডিবি’র সংবাদ সম্মেলন

বাংলাদেশ হরমোন দিবস উপলক্ষে এসিইডিবি’র সংবাদ সম্মেলন

হরমোন
বাংলাদেশ হরমোন দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি) এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন - ডক্টর টিভি

অ্যাসোসিয়েশন অব এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি) এর উদ্যোগে বাংলাদেশে প্রথম পালিত হলো বাংলাদেশ হরমোন দিবস। বুধবার (২৪ এপ্রিল) এসিইডিবি মিলনায়তনে এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রফেসর ডা. ফরিদ উদ্দিন আহমেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এ কে এম আমিনুল ইসলাম, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সেক্রেটারি অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রসাদ

দেশের ৫০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে হরমোনজনিত সমস্যায় ভুগছে বলে ডা. ফরিদ উদ্দিন বলেন , জাতীয় স্বার্থের জন্য আসেডবি কাজ করবে। সাধারণ মানুষ হরমোন বুঝে না, আমরা আমাদের এসোসিয়েশন মাধ্যমে সাধারন মানুষের সচেতন করার জন্য আজকে বাংলাদেশে এই প্রথম এই হরমোন দিবসের আয়োজন। মানুষের মাঝে হরমোন চিকিৎসা নিয়ে আশার সঞ্চার করা আর আস্থা সৃষ্টি করাই এসেডবি’র লক্ষ্য।

সজনে পাতা ও অনলাইনে ডায়াবেটিস প্রতিরোধে যে সব চটকদার বিজ্ঞাপন করা হয় তা সম্পুর্ন অবৈজ্ঞানিক উপায় বলে সর্তক করেন ডা. আমিনুল ইসলাম

এছাড়াও হরমোনজনিত বিভিন্ন সমস্যা সমাধানে বক্তব্য রাখেন, হলি ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হরমোন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন, বিএসএমএমই’র হরমোন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো আতিকুর রহমান ,ডা. মইনুল ইসলাম, ডা. মোরশেদ আহমেদ, বাংলাদেশ মেডিকেল কলেজের হরমোন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন আক্তার ও ডা.মোবারক হোসেন জামিলসহ আরও অনেকে।