কৃত্রিম দাঁত ও তার যত্ন

কৃত্রিম দাঁত ও তার যত্ন

ডেন্টাল
কৃত্রিম দাঁত (ইনসেটে ডা. অনুপম পোদ্দার) - ফাইল ছবি

মানুষের প্রাকৃতিক দাঁত যখন পড়ে যায় তখন কৃত্রিম দাঁত লাগানো হয়। কৃত্রিম দাঁতের মাধ্যমে মানুষের সৌন্দর্য বৃদ্ধি ও খাবার চিবানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে বিভিন্ন ধরনের কৃত্রিম দাঁত ব্যবহার করা হয়।

এর মধ্যে দুটি ভাগ রয়েছে-

(১) স্থির,

(২) অপসারণযোগ্য।

ক্রাউন বা ক্যাপ এবং ব্রিজ বা ফিক্সড দাঁত বাধাই সাধারণত স্থায়ীভাবে স্থির করা হয়।
এবং বিভিন্ন ধরনের অপসারণযোগ্য দাঁত যা শক্ত বা নরম (ফ্লেক্সিবল) হয়ে থাকে তা ব্যবহার করা হয়।

বর্তমানে সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি ডেন্টাল ইমপ্ল্যান্টের সঙ্গে কৃত্রিম দাঁত সংযুক্ত করা যেতে পারে। ডেন্টাল ইমপ্ল্যান্ট হল কৃত্রিম শিকর চোয়ালে নোঙ্গর করা। কৃত্রিম দাঁতগুলোর মধ্যে ইমপ্ল্যান্টের মাধ্যমে যে দাঁতগুলো প্রতিস্থাপন করা হয় সেগুলো তুলনামূলক ভালো কারণঃ

১) দাঁতটি অন্তত প্রতিস্থাপিত হয়।

২) অন্য কোন দাঁতের সাহায্য ছাড়াই প্রতিস্থাপিত হয়। বাড়তি কোনও অংশ থাকে না।

৩) এটা স্বাভাবিক দাঁতের মতোই দেখায় এবং কাজ করে।

৪) স্থায়িত্ব অনেক বেশি হয়।

তবে অনেক সুবিধা থাকলেও এটি ব্যবহারের কিছু অসুবিধা আছে। যেমন -

১) এতে তুলনামূলকভাবে বেশি খরচ পড়ে।

২) সাধারণত এটা সবার ক্ষেত্রে কাজে দেয় না। কারণ এ ক্ষেত্রে রোগীর বয়স, শারীরিক অবস্থা, পুরানো দাঁতের অবস্থান, চোয়ালে হাড়ের অবস্থা, মাড়ির অবস্থা, অন্যান্য জরুরি অঙ্গের সঙ্গে সম্পর্ক, মুখ পরিস্কার রাখার নিশ্চয়তা এবং চিকিৎসকের দক্ষতা ইত্যাদি প্রভাব ফেলে।

কৃত্রিম দাঁতের যত্নঃ

আপনার প্রাকৃতিক দাঁতের মতো নকল দাঁতগুলোরও সঠিক যত্ন দরকার। যেমন-

* এই দাঁতগুলোকে নিয়মিত ব্রাশ করতে হবে। ব্রাশ করার জন্য নরম শলাকার টুথ ব্রাশ ব্যবহার করুন।

* টুথ পেস্টের চেয়ে এগুলো তরল সাবান বা ডিস ওয়াশিং লিকুইড দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায়।

* প্রতিদিন রাতে ব্রাশ করা ছাড়াও প্রতিবার খাবারের পর দাঁত খুলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

* অপসারণযোগ্য দাঁতগুলো সাধারণত প্লাস্টিকের হয়। অল্প আঘাতেই ভেঙে যেতে পারে বলে সাবধানে ধরতে হবে।

* নিজে নিজে জোর করে বাঁকানো বা সোজা করার চেষ্টা করা যাবেন না। সব সময় রাতে ঘুমানোর আগে দাঁত খুলে পানিতে ডুবিয়ে রাখতে হবে। বাজারে দাঁত রাখার দ্রবণও কিনতে পাওয়া যায়। রাতে এগুলো খুলে ঘুমানো ভালো এতে শরীরের কোষগুলো সুস্থ থাকে।

* কোন সময়ই গরম পানিতে রাখা যাবে না।

* এগুলো পড়া অবস্থায় বেশি গরম খাবার না খাওয়াই ভালো।

 

পরামর্শ দিয়েছেন-

ডা. অনুপম পোদ্দার
অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ। 


আরও দেখুন: