গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর’ পুরস্কার পেলেন ডা. স্বপ্নীল

গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর’ পুরস্কার পেলেন ডা. স্বপ্নীল

চিকিৎসক
পুরস্কার প্রাপ্তিতে ডা. স্বপ্নীলকে অভিনন্দন জানিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন - ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে উপলক্ষে পুরস্কার দিয়েছে। এ বছর ‘ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পদক পেয়েছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

পুরস্কার প্রাপ্তিতে ডা. স্বপ্নীলকে অভিনন্দন জানিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। এই লিভার বিশেষজ্ঞ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন।

এদিকে, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে অভিনন্দন জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ।

গুণী চিকিৎসক ডা. স্বপ্নীলের দীর্ঘায়ু কামনা করেন তিনি।




আরওঃ   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়