বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ-সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - সংগৃহীত

বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ-সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে থাইল্যান্ডের বিনিয়োগ কামনা করেন তিনি।

শুক্রবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউজে দেশটির প্রধানমন্ত্রী স্রেতা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, পর্যটনসহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে হয়েছে আলোচনা। চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলেও জানান প্রধানমন্ত্রী।


আজ শুক্রবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউজে দেশটির প্রধানমন্ত্রী স্রেতা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, পর্যটনসহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে হয়েছে আলোচনা। চলতি বছরই মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৫টি দ্বিপক্ষীয় নথি- ১টি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও ১টি লেটার অব ইনটেন্ট (এলওআই), সই করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।