গণস্বাস্থ্য হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

গণস্বাস্থ্য হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

ক্যান্সার
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত - সংগৃহীত

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (রোববার) সকাল ৯টায় ধানমন্ডি ৬ নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে প্রতীকী র‌্যালি অনুষ্ঠিত হয়।  

সেখানে সংক্ষিপ্ত আলোচনায় প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ক্যান্সার চিকিৎসার পাশাপাশি ক্যান্সার নিবন্ধন, স্ক্রিনিং ও জনসচেতনতার উপর জোর দেন। দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যান্সার বিভাগের অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউসার ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. বোরহান উদ্দিন। আলোচনা শেষে আশেপাশের রাস্তা প্রদক্ষিণ ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এছাড়াও আগামিকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একই হাসপাতালের ৬ তলায় দেশের প্রথম ক্যান্সার প্রতিরোধ (প্রিভেন্টিভ অনকোলজি) বিভাগের উদ্বোধন অনুষ্ঠিত হবে।



ইভেন্ট স্ট্রিম : ক্যান্সার সম্পর্কিত লেখাসমূহ