সৌদি আরবে বাচ্চা ডেলিভারির স্মৃতি

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক, ইউজিসি অধ্যাপক ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ

সৌদি আরবে বাচ্চা ডেলিভারির স্মৃতি

ডেলিভারির স্মৃতি
সৌদি আরবের একটি হাসপাতাল - প্রতীকী ছবি

১৯৮৪ সালে আমি সৌদি আরবে আমি চাকরি করতে গিয়েছিলাম। পোস্টিং ছিল সেই দেশের অজপাড়াগ্রামে। সেখানে একটি কেস আসছে বাচ্চা ডেলিভারি করতে হবে, যেটা সম্পূর্ণভাবে আমার জন্য নিষিদ্ধ। তাদের মধ্যে ছিল রক্ষণশীল মনোভাব।

ওইদিন ছুটির দিন ছিল। যে নার্সের ডেলিভারি করার কথা সে আসেনি। সেখানে কোনো নারীই ছিল না। তাদের ভাষাও আমি বুঝি না। আমার সাথে একজন পাকিস্তানি ফার্মাসিস্ট ছিলেন। তিনি কিছু আরবি জানতেন। তিনিই তাদের সাথে কথা বলে ইংরেজিতে আমাকে বুঝালেন।

আমি তো অস্বীকার করছি যে, আমি হাত দেব না। ওরাও তখন বলছে যে, ওদেরও আর কোথাও যাওয়ার সুযোগ নেই।

সৌদি আরব তখনও উন্নত হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন শহরে হলেও গ্রামে-গঞ্জে তখনও হয়নি। ওদের অনুরোধ যেখাবেই হোক ডেলিভারিটা আমাকে করাতেই হবে। আমাকে তারা কনভিন্স করে ফেললো।

কেমনে করে দেখি ডেলিভারিটা করেও ফেললাম। বাচ্চা-মা দুজনই ভালো। তারাও একেবারে মহা খুশি।

আমি একটা পুরুষ ডাক্তার, একেবারে ভিন্নরকম পরিবেশে সঙ্গে ওই সমাজে পুরুষ ডাক্তার ডেলিভারির কথা কেউ চিন্তাও করতে পারে না। ওখানে হয়তো ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ মারাও যেতে পারত। এরকম কিছু একটা হলে আমার চাকরিও থাকতো না। কেবল নতুন চাকরি, পরের দিন হয়তো দেশে পাঠায় দিত।

আমার প্রতি আল্লাহর রহমত ছিল বলেই সম্ভব হয়েছে।



ইভেন্ট স্ট্রিম : নারী স্বাস্থ্য নিয়ে লেখাসমূহ