ঢাকা মেডিক্যাল একটা আজব জায়গা!

ঢাকা মেডিক্যাল একটা আজব জায়গা!

ঢামেক হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজের অপারেশন কক্ষে ব্যস্ত চিকিৎসক টিম (ইনসেটে ডা. রাকিবুল আমিন বিজয়) - সংগৃহীত

পুরা কায়নাত এর বিচিত্র সব ঘটনা ঘটে এইখানে। সারাটা দিন এই ডিম পাড়া গরমে চেস্ট টিউব দিতে দিতে যখন আমার নাভিশ্বাস, ঠিক সন্ধা ১ টার! দিকে রেস্ট নিতে গেলাম। ঘন্টা দুয়েক ঘুমাইলাম, খোয়াব দেখি- আমার আর এস মুরসালিন ভাই এর ডাক। সমস্যা হইল স্বপন আর শেষ হয়না, ডাক ও বন্ধ হয় না। পরে দেখি রাত ৪টায় স্যার আমার রুমে! বিজয় চল চল।

কতিপয় মেধাবী সন্তান অকস্মাৎ আমাদের এই হিরোকে প্রাইভেট পড়তে যাবার শেষে বুকে ছুরি মেরেছে। হাড় মাংস ছ্যাদা করে ছোরা আবার বাম ফুসফুস ও সানডে মানডে করে দিয়েছে। ক্যাজুয়ালটির ডাক্তারদের রক্ত এমনিই পানি হয়ে যায়। সাথে যোগ দিলাম আমরা। ভোর ৫টা থেকে ৮টা অব্দি চল্লো আজরাইল বনাম আমাদের স্বল্পদৈর্ঘ্য হাই ভোল্টেজ ম্যাচ। আপাতত জিতে গিয়েছি এমন অবস্থায় এই ছবি।

সকাল ৮:৩০ এ আবার অপারেশন আছে! এ টি এম শামসুজ্জমান এর মত আমার শইলডা কচ্ছে

আঁর রথে আর কুলায় নারে.......

ঢামেক। ভোর ৭ টা। ২১ শে এপ্রিল ২০২৪।

লেখকঃ 

ডা. রাকিবুল আমিন বিজয়
কার্ডিওথোরাসিক সার্জারী ফেজ বি রেসিডেন্ট
এবং
৩৯ তম বিসিএস এর কর্মকর্তা।