এই অভ্যাসটি মেনে চললেই দূর হবে মুখের দুর্গন্ধ

ডা. ফারিয়া তাবাসসুম তন্বী

বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ), এমএস (অর্থোডন্টিক্স বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)

এই অভ্যাসটি মেনে চললেই দূর হবে মুখের দুর্গন্ধ

মুখের দুর্গন্ধ
সাধারণত মুখে খাদ্যকণা জমে গন্ধ হয়। আবার খাদ্য জমার কারণে সেখানে কিছু পাথর সৃষ্টি হয়। - প্রতীকী ছবি

প্রায় সবারই জীবনে কোনো না কোনো সময় মুখে দুর্গন্ধের সমস্যাটা হয়ে থাকে। আপনি উদ্বিগ্ন হবেন না। আর টেনশন করা যাবে না। মুখের দুর্গন্ধ বিভিন্ন কারণে হতে পারে।

তবে সাধারণত মুখে খাদ্যকণা জমে গন্ধ হয়। আবার খাদ্য জমার কারণে সেখানে কিছু পাথর সৃষ্টি হয়। সাধারণত স্কেলিং করার মাধ্যমে ঠিক হয়ে যায় এ সমস্যা।

আপনি দুইবেলা করে নিয়মিত দাঁত ব্রাশ করবেন। দাঁত ব্রাশ করার সঠিক সময় হচ্ছে সকালে নাস্তা করার পর, রাতে ঘুমানোর আগে। অর্থাৎ রাতে খাবারের পর।

এছাড়াও খাবারের পর কুলি করতে পারেন। মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। এছাড়া আঁশযুক্ত শাকসবজি ফল খেলে দাঁত পরিষ্কার থাকে।



ইভেন্ট স্ট্রিম : দাঁতের রোগ ও পরামর্শ নিয়ে লেখাসমূহ