দাঁতে হলুদাভ কেন হয়, কী করবেন?

ডা. মুনিয়াত রহমান

এম,এস রেসিডেন্ট, প্রস্থডন্টিকস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

দাঁতে হলুদাভ কেন হয়, কী করবেন?

দাঁত
দাঁতে হলুদাভ কেন হয়, কী করবেন? - ফাইল ছবি

অনেকেই দাঁতের হলুদাভ কিংবা লালচে নিয়ে বিব্রত হন। মূলত বেশি বেশি কফি বা চা পানে এমনটি হতে পারে। আবার যাদের বেভারেজ জাতীয় পণ্যে আসক্তি অর্থাৎ সফট ড্রিংস বেশি খান, তাদেরও ধীরে ধীরে দাঁত হলুদাভ বা লালচে ভাব হয়ে যায়।

এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য প্রথমেই খাবারগুলোর বিষয়ে যত্নবান হতে হবে। বেভারেজ জাতীয় খাবার পরিহার করতে হবে। এরপর দাঁত স্কেলিং ও পলিশিং করালে ভালো ফল পাওয়া যাবে। এরপরও যদি দাঁতের হলদে বা লালচে ভাব হচ্ছে, তাহলে একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। তিনি দাঁতের গঠন দেখে সঠিক পরামর্শ দিতে পারবেন।

আসলে আমাদের দাঁতের উপরের অংশ এনামেল। এটি ক্ষয় হতে হতে যেটি আসে, সেটি ডেন্টিং। সেখানেই হলুদাভ হয়, যাকে আমরা হলদেটে বা লালচে বলে থাকি। স্কেলিং ও পলিশিংয়ের পরও এ ধরনের সমস্যা থাকলে হোয়াইটিং করা যেতে পোরে। দাঁত হোয়াইটিং অবশ্যই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে করবেন। কারণ দাঁতের উপরের প্রলেপ বা এনামেল ক্ষয় হয়ে থাকলে এটি করা ঠিক হবে না। এতে দাঁতের শিরশির ভাব বেড়ে যাবে, সেনসিটিভিটি ডেভেলপ করবে।


আরও দেখুন:

ইভেন্ট স্ট্রিম : দাঁতের রোগ ও পরামর্শ নিয়ে লেখাসমূহ