শিশুর দাঁতের যত্ন কেন জরুরি, কীভাবে নেবেন?

ডা. ফারিয়া তাবাসসুম তন্বী

বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ), এমএস (অর্থোডন্টিক্স বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)

শিশুর দাঁতের যত্ন কেন জরুরি, কীভাবে নেবেন?

শিশু
প্রত্যেকটা দাঁত উঠার যেমন একটা নির্দিষ্ট সময় রয়েছে, তা পড়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে। - প্রতীকী ছবি

ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তারা শক্ত খাবার খেতে চায় না। এজন্য আমরা অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রসেস ফুড দিচ্ছি। ছোট বাচ্চাদের দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় এসব কারণে। এক্ষেত্রে দাঁত উঁচু-নিচু ও আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দাঁতের মধ্যে খাদ্যকণা জমার সম্ভাবনা বেশি থাকে। এটি তাড়াতাড়ি দাঁতের মাড়িকে দুর্বল করে ফেলে। আস্তে আস্তে ভেতরে ইনফেকশন তৈরি হয়।

ছোট বাচ্চাদের যদি শক্ত খাবার না দেই অর্থাৎ যে খাবারগুলো চিবিয়ে খেতে হয়, সে ক্ষেত্রে দেখা যাবে, তাদের দাঁতগুলো ঠিকমতো উঠবে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, সময় মতো উঠছে না। এক্ষেত্রে স্থায়ী দাঁতগুলো উঠতেও সময় নেয়। এজন্য অবশ্যই অবশ্যই বাচ্চাদের খাবারের মধ্যে কিছুটা শক্ত খাবার রাখতে হবে।

ছোট বাচ্চারা আঙুল চোষে। আমাদের অনেকেই এটা স্বাভাবিক বিষয় হিসেবে মনে করেন। যদিও বিষয়টা একেবারেই স্বাভাবিক নয়। যদি অনেকদিন ধরে আঙুল চোষার সমস্যাটা থাকে, সে ক্ষেত্রে ওপরের মাড়ি উঁচু হয়ে যায়। উপরের দাঁতগুলো উঁচু হয়ে যায়। দাঁত ফাঁকা হতে থাকে। নিচের চোয়ালটা ভেতরের দিকে চলে যায়।

আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, বাচ্চারা অনেকদিন ধরে ফিডারে দুধ খাচ্ছে। রাতে দুধ খাওয়ার পরে অনেক সময় কুলি করিয়ে ঘুমানো হয় না। দাঁতের ওপরের দুধ জমা হয়ে থাকার কারণে দাঁত ক্ষয় হয়। বাচ্চারা যে ফিডারে অনেকদিন ধরে দুধ খায়, সেটা আমরা কন্টিনিউ করতে দেব না। ফিডারের ক্ষেত্রে আমরা নিপল সফট দেখে নেবো।

বাচ্চাদের ক্ষেত্রে আরও একটি সমস্যা হয়, তাদের যে ২০টা দুধ দাঁত থাকে, যখন এ দাঁতগুলো পড়ে স্থায়ী দাঁতগুলো উঠে, সেগুলোর মধ্যে ছয় নম্বর দাঁতটা নিয়ে আমরা কম যত্নবান হই। অনেকের ধারণা এটা পরে উঠবে, যদিও এই দাঁতটা উঠে না।

আমরা বাচ্চাদের দাঁতের ব্যাপারে আরও অনেক বেশি সচেতন হবো। যেকোনো দাঁত তুলতে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তুলবো। এর কারণ হলো, দাঁত ফেলে দেওয়ার পরবর্তী সময়ে কি কি সমস্যা হতে পারে সেটা আমরা জানি না।

প্রত্যেকটা দাঁত উঠার যেমন একটা নির্দিষ্ট সময় রয়েছে, তা পড়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে। যদি আমাদের নির্দিষ্ট সময়ের আগে বা পরে দাঁত উঠে, এটা সমস্যা। এক্ষেত্রে স্থায়ী দাঁত চলে আসতে দেরি হয়। কোনো দাঁত আগে আগে ফেলে দেওয়া যাবে না।



ইভেন্ট স্ট্রিম : দাঁতের রোগ ও পরামর্শ নিয়ে লেখাসমূহ