আক্কেল দাঁত কি প্রয়োজনীয়, ফেলে দিলে কোনো সমস্যা হয়?

ডা. ফারিয়া তাবাসসুম তন্বী

বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ), এমএস (অর্থোডন্টিক্স বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)

আক্কেল দাঁত কি প্রয়োজনীয়, ফেলে দিলে কোনো সমস্যা হয়?

দাঁত
শুধু আক্কেল দাঁত নয়, আমাদের যেকোন দাঁত সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা রয়েছে। - প্রতীকী ছবি

আক্কেল দাঁতগুলো সাধারণত ১৮ বছরের পরে ওঠে। তখন আমাদের মাড়ির টিস্যু একটু পুরু ও শক্ত হয়ে যায়। দাঁতটিকে মাড়ি একটু চিরে উঠতে হয়। ফলে ওঠার সময় চাপ হয় এবং মাড়িকে একটু কেটে কেটে সে বের হয়। এজন্য দাঁত ওঠার সময় খুব ব্যথা লাগে।

মেডিকেলের ভাষায় আক্কেল দাঁতকে উইজডম টিথ বা থার্ড মোলার বলা হয়ে থাকে। আক্কেল দাঁতের কোনো প্রয়োজনীয়তা আমাদের মুখে নাই। আপনাকে এ দাঁতগুলো ফেলে দিতে হবে। এ দাঁতগুলো যদি আপনি সার্জারি করে ফেলে দেন, তাহলে আর অস্বস্তি থাকবে না।

শুধু আক্কেল দাঁত নয়, আমাদের যেকোন দাঁত সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা রয়েছে। দাঁত ফেললে চোখ অন্ধ হবে বা সমস্যা হবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা।

আক্কেল দাঁতের ক্ষেত্রে অনেকেই মায়া দেখায়। যদিও এ দাঁতের কোনো প্রয়োজন নেই আমাদের। যদি আক্কেল দাঁত ঠিকমতো না উঠে, এই দাঁত দিয়ে যদি সমস্যা হয়, এটা ফেলে দেওয়াই হচ্ছে ভালো।


আরও দেখুন:

ইভেন্ট স্ট্রিম : দাঁতের রোগ ও পরামর্শ নিয়ে লেখাসমূহ