কীভাবে বুঝবেন দাঁতের ক্ষয় শুরু হয়েছে, কী করবেন?

ডা. ফারিয়া তাবাসসুম তন্বী

বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ), এমএস (অর্থোডন্টিক্স বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)

কীভাবে বুঝবেন দাঁতের ক্ষয় শুরু হয়েছে, কী করবেন?

দাঁত
যখন চিকিৎসা করাতে দেরি হয়, আস্তে আস্তে ভিতরে চলে যায়। - প্রতীকী ছবি

অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, দাঁত ক্ষয় হলে কী করব? কিংবা দাঁতে ব্যথা শুরু হলে কী করব? এছাড়াও অনেকেই বলেন, দাঁতের ক্ষয় হলে আমরা কীভাবে বুঝতে পারব? এসব সমস্যা মেটাতে আমরা কী চিকিৎসা নেব?

অনেক সময় দেখা যায়, দাঁতের ওপরের অংশে একটা ছোট্ট দাগ পড়ে সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। তখনই দন্ত ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকে। তখন দাঁতে ব্যথাও শুরু হয়।

আমাদের দাঁতের ভেতরের একটা লাল ধরনের আবরণ থাকে। যেখানে রক্ত প্রবাহিত হয়। এটার বাইরের দিক (দৃশ্যমান) যেটাকে আমরা বলি এনামেল। আর ভেতরের অংশটাকে আমরা বলি ডেন্টিন।

ছোট্ট কালো অংশটি যখন হয়ে থাকে, সাধারণত আমরা (চিকিৎসকরা) এটা ফেলে দেই। এটা ফেলে দিয়ে ফিলিং করে দিলেই হয়। কিন্তু এটা যখন চিকিৎসা করাতে দেরি হয়, আস্তে আস্তে ভেতরে চলে যায়।

দাঁত ভালো রাখতে আমাদের ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। দাঁতের ফাঁকা অনুসারে অনেক ধরনের ডেন্টাল ফ্লস রয়েছে। এছাড়াও ডেন্টাল ব্রাশও রয়েছে, যেটা দিয়ে আাপনি দাঁতের ফাঁকা অংশ পরিষ্কার করতে পরবেন।


আরও দেখুন:

ইভেন্ট স্ট্রিম : দাঁতের রোগ ও পরামর্শ নিয়ে লেখাসমূহ