প্রেসক্রিপশন ছাড়া ব্যথানাশক ওষুধে পাকস্থলীতে ছিদ্র হওয়ার শঙ্কা

প্রেসক্রিপশন ছাড়া ব্যথানাশক ওষুধে পাকস্থলীতে ছিদ্র হওয়ার শঙ্কা

গ্যাস্ট্রিক
নীতিনির্ধারক বা কর্তৃপক্ষ যারা মনিটরিংয়ে আছেন, তাদেরকেও এ ব্যাপারে সচেতন হতে হবে। - প্রতীকী ছবি

আমাদের দেশে লোকজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করে না। তারা যদি ব্যথা অনুভব করে বা আঘাত পায় সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসির দোকান থেকে ব্যথার ওষুধ কিনে নিয়ে খেয়ে ফেলে। এর ফলে পাকস্থলীর আবরণে ক্ষতি হয়। সেখানে আবার এসিড এবং পেপসিনের মিশ্রণে আলসার সৃষ্টি করে।

বিনা প্রেসক্রিপশনে ব্যথার ওষুধ বিক্রি করা বন্ধ করা উচিত। জনগণকে এ ব্যাপারে সচেতন করা উচিত। এভাবে বিনা প্রেসক্রিপশনে, ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যথার ওষুধ খেলে, শুধু আলসার হবে তা নয়, সেক্ষেত্রে পাকস্থলী ছিদ্রও হয়ে যেতে পারে।

ছিদ্র হয়ে গেলে রোগীকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে ছিদ্র বন্ধ করার জন্য। এছাড়াও মাইক্রোস্কোপিক ব্লিডিং হয়। রোগীর পায়খানার সঙ্গে রক্ত যায়। পরে দেখা যায় একসময় রক্তশূন্যতা দেয়।

তাই প্রেসক্রিপশনের বাইরে যেন এ জাতীয় ওষুধ বিক্রি করা না হয়, সে ক্ষেত্রে নীতিনির্ধারক বা কর্তৃপক্ষ যারা মনিটরিংয়ে আছেন, তাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর

চেয়ারম্যান

গ্যাস্ট্রোএন্টারোলজি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়



ইভেন্ট স্ট্রিম : লিভারের রোগ নিয়ে লেখাসমূহ