শীতে ঠোঁটের যত্নে কী ব্যবহার করবেন?

অধ্যাপক ডা. জিনাত মেরাজ

কনসালটেন্ট, ডার্মাটোলজি, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা ও প্রেসিডেন্ট, অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ

শীতে ঠোঁটের যত্নে কী ব্যবহার করবেন?

ঠোঁটের যত্ন
অনেকেই এমন লিপবাম ব্যবহার করেন, যেটার মধ্যে ম্যানথোল থাকে। এ ধরনের লিপবাম ব্যবহার করা ঠিক নয়। - প্রতীকী ছবি

অন্য ত্বকের চাইতে ঠোঁটের ত্বকে লেয়ার অনেক কম। ঠোঁটের ত্বক অনেক সেনসিটিভ। কিছু লাগালেই রিঅ্যাকশন হয়। এজন্য এমন লিপবাম ব্যবহার করবেন যেটাতে কোনো রং বা সুগন্ধি থাকবে না।

অনেকেই এমন লিপবাম ব্যবহার করেন, যেটার মধ্যে ম্যানথোল থাকে। এ ধরনের লিপবাম ব্যবহার করা ঠিক নয়।

সবচেয়ে ভালো হলো ভ্যাজলিন ওরিজিনাল। এটার মধ্যে কোনো সুগন্ধি নেই। এটা প্লেইন পেট্রোলিয়াম জেলি। এই পেট্রোলিয়াম জেলি দিয়ে সহজেই ভালো থাকতে পারি। এটা শীতকালে ব্যবহার করলে ঠোঁট ভালো থাকবে। ছোট বাচ্চাদেরও এটা ব্যবহার করতে দিতে পারি।

শীতকালে আমরা তিনটা কাজ করতে পারি-

১. মুখ ও সাধারণ ত্বকের হাইড্রেশন তথা আর্দ্র্যতা বজায় রাখতে হবে। এজন্য ভ্যাজলিন ব্যবহার করতে হবে।

২. এসপিএফযুক্ত সান্সক্রিম ব্যবহার করতে হবে।

৩. হাত ও পায়ের জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।