হাতের একজিমা সারাবেন কীভাবে?

অধ্যাপক ডা. জিনাত মেরাজ

কনসালটেন্ট, ডার্মাটোলজি, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা ও প্রেসিডেন্ট, অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ

হাতের একজিমা সারাবেন কীভাবে?

একজিমা
ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হাতের তালুতে হয়। আর অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস তালুর বিপরীত পাশে হয়। - প্রতীকী ছবি

হাতের একজিমা দুই ধরনের হয়। এক ধরনের হলো কোনো কিছু লেগে যেমন- এসিড, ক্ষার ইত্যাদি থেকে একজিমা হতে পারে। এটাকে ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস বলে। আরেকটা হলো অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। আমরা কোনো কিছু খাচ্ছি, সেটা শরীরের ভেতরে ঢুকছে, এন্টিজেন যাচ্ছে। এটা বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তারপর অ্যালার্জি হচ্ছে। 

ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস হাতের তালুতে হয়। আর অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস তালুর বিপরীত পাশে হয়।

এজন্য হাতের একজিমা ভালো করতে হবে আগে চিহ্নিত করতে হবে কোন জিনিসে সমস্যা হচ্ছে এবং সেই জিনিস থেকে দূরে থাকতে হবে। আর যদি সেই জিনিস থেকে দূরে থাকা না যায়, তাহলে গ্লভস পরতে হবে। আবার অনেক সময় রাবার থেকে অ্যালার্জি হতে পারে। সেক্ষেত্রে সুতি কাপড়ের গ্লভস পরে তার ওপর রাবারের গ্লভস পরতে হবে।

অনেক সময় রোগীদের স্ট্রং ওষুধ দেওয়া হয়। অনেকেই ওষুধে ভালো হয়ে গেলেও ত্বকের যত্নটা চালিয়ে যান না। ফলে একজিমা আবার ফিরে আসে। এজন্য ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ত্বকের যত্ন নেওয়া এবং কী কারণে সমস্যা হচ্ছে তা চিহ্নিত করতে পারা।